শিরোনাম
◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ◈ ১০ জন নিয়েও আল নাসরের জয়, রোনালদোর ৯২৮তম গোল ◈ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে ◈ ইমাদ ওয়াসিমের দাবি, পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে ◈ রোহিঙ্গাদের সঙ্গে গুতেরেস ও ইউনূসের দিনটা যেভাবে গেল ◈ রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের ◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

সোমবার পুলিশের আবেদনের ওপর শুনানি করে তা মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তা‌র দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি সাদেক খান, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজু, মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানকে একই থানার দুই মামলা, দীপু মনিকে এক মামলা, জুনাইদ আহমেদ পলককে এক মামলায় গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তা‌র দেখানো হয়। ২০১৫ সালের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামাল ও তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়