শিরোনাম
◈ তিস্তা নিয়ে সরকারের ৬ সিদ্ধান্ত জানালেন আসিফ মাহমুদ ◈ আত্মগোপনে থাকা সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেপ্তার ◈ মোদীর সকল শর্তই প্রত্যাখান করলো বাংলাদেশ! (ভিডিও) ◈ ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে: গয়েশ্বর ◈ আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না: সিলেটে জামায়াত আমির (ভিডিও) ◈ যুক্তরাজ্যেও হতাশ আওয়ামী লীগ, খুলল না লন্ডন হাইকমিশনের গেট, সরিয়ে দিল পুলিশ! (ভিডিও) ◈ গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩ ◈ নতুন কর্মসূচি ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি বহুজাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, চীন ও রাশিয়া

পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। 

এ সময় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। 

পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে।’

একই চেতনায়, পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল ( আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানান তিনি।

নৌপ্রধান আস্থা প্রকাশ করে বলেন, ‘আমান’র মাধ্যমে যে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, যা তাদেরকে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। অনুবাদ: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়