শেখ হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত সরকার রাজনৈতিক স্বার্থে তাকে আশ্রয় দিয়েছে, ফলে তাদের মাটিতে বসে হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে, এবং এর জন্য আমরা তাদের কাছে জবাবদিহি চাইব।’
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ৫ আগস্টের পর থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিবেশী দেশের মাটিতে বসে একের পর এক বাংলাদেশবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।’ উৎস: আজকের পত্রিকা ও আরটিভি অনলাইন।
আপনার মতামত লিখুন :