এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক : ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, বুধবার (৫ ফেব্রুয়ারী), দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫.১৮ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
দুদকের আবেদনে বলা হয়, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫,১৮,১৫,৪৬৫.০০ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
গত ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা আছে। বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক এই খাদ্য মন্ত্রী।
আপনার মতামত লিখুন :