শিরোনাম
◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ◈ এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা ◈ আগরতলায় কাল থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ◈ ছাড়া পেল উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ৩ ছাত্র ◈ আমার দল চিটাগং কিংসের টাকার গরম নেই: অধিনায়ক মিঠুন ◈ বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি ◈ ‘আমরা বাড়ী বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে’ (ভিডিও) ◈ বাল্যবিয়ে রোধে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি  ◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগরতলায় কাল থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করবে বাংলাদেশ

ভারতের ত্রিপুরা থেকে আবারও বাংলাদেশের ভিসা ও কনস্যুলার পরিসেবা শুরু হতে চলেছে বুধবার থেকে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এক বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার একথা জানিয়েছেন।

আগরতলার সহকারী হাইকমিশনে দোসরা ডিসেম্বর এক হামলার পর সেখানে সব কাজকর্ম বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে। তবে গত মাসের গোড়ার দিকে আবারও নিজের কর্মস্থলে ফিরে যান তিনি।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ডিসেম্বরের দুই তারিখ আগরতলার সহকারী দূতাবাসে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছিল সেখানকার একটি হিন্দুত্ববাদী সংগঠন।

ওই সংগঠনের নেতারা যখন সহকারী হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দিচ্ছিলেন, তখনই একদল লোক হাইকমিশন চত্বরে ভাঙচুর চালায়, ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিওচিত্র পেয়েছিল বিবিসি। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ওই জনতা।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।

অন্যদিকে বাংলাদেশের সরকারের তরফ থেকেও আগরতলার ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। সেদিনই এক বিবৃতিতে বলা হয়,”প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে যে, বিক্ষোভকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি।“

সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল।

প্রায় দুমাস পরে আবারও আগরতলার ভিসা কার্যক্রম শুরু হতে চলেছে। সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়