শিরোনাম
◈ ইংলিশ ফুটবলার হামজা ১৯ মার্চ বাংলাদেশে আসবেন, যোগ দেবেন প্রশিক্ষণ ক্যাম্পে ◈ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান  ◈ বিশ্বে কোটি ভক্তের সেরা ফুটবলার হলেও নিজ গৃহে পিছিয়ে রোনালদো ◈ নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা ◈ পাসপোর্ট ইস্যু ও নবায়নে থাকছে না পুলিশ ভেরিফিকেশন ◈ সাফজয়ী ফুটবলার সুমাইয়ার দাবি - মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি ◈ ‘জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে, আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা চাই’ ◈ নতুন নির্দেশনা সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদ নিয়ে  ◈ তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

১৯ মামলার আসামি ও  মাদক কারবারি আজগর ইয়াবাসহ গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৯টি মাদক মামলার আসামি, চিহ্নিত পেশাদার মাদক কারবারি আজগর (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার  বিকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার একটি টহল টিম সোমবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লকের গলিতে মাদক বিক্রয় করছে।

এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি বিকেলে সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আজগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ  থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আজগর একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারকৃত আজগরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়