রাজধানীর মহাখালীতে প্রায় দুই ঘণ্টা ধরে রেলপথ অবরোধ করে মিছিল করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকেল পাঁচটায় ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, শতাধিক শিক্ষার্থী এই মুহূর্তে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান করছেন। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের এইটাই দাবি।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশের উপস্থিতি বেড়েছে। রেলপথে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীদের চারপাশে অবস্থান নিয়ে আছেন পুলিশ সদস্যরা। ডিএমপির পাশাপাশি রেলওয়ে পুলিশের সদস্যরাও সেখানে রয়েছেন।
এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়ে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
সরেজমিন দেখা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের ওপর শুয়ে পড়েছে। এর ফলে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।
এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
পরে বিকেল সোয়া ৩টার দিকে কলেজের মূল ফটকের সামনের অবরোধ থেকে মিছিল নিয়ে মহাখালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। উৎস: সময়নিউজটিভি।
আপনার মতামত লিখুন :