শিরোনাম
◈ স্বামীকে নিয়ে জমি দখলের অভিযোগ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপির বিরুদ্ধে ◈ গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ ◈ অভিনেত্রী শাওনকে উদ্দেশ করে যা লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ◈ কারাগারে থাকা সাবেক মন্ত্রী ফারুক খানের স্ট্যাটাস ‘ভাইরাল’, কারা অধিদপ্তর বললেন গুজব ◈ আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ কর বৃদ্ধির চাপে শিল্প-কারখানা, আমদানির ফল খালাস বন্ধ, রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ ◈ হাব দ্বি-বার্ষিক নির্বাচন: চলছে প্রচারণা, লড়াই হবে চতুরমুখী ◈ মুড়ি বিক্রেতা থেকে ৭০০ কোটি টাকার মালিক, ‘সোনা চোরাচালানি’ আবু বিমানবন্দরে আটক ◈ বেড়েছে রফতানি আয় ◈ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার 

সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারে সে ব্যবস্থা চালুর জন্য পুলিশক নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।

 অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশনা জারি করেন।
 
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
 
 বর্তমানে, একটি এফআইআর শুধুমাত্র নিকটস্থ থানায় পরিদর্শন করার পরে দায়ের করা যেতে পারে। পদ্ধতিটি কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ ছেড়ে দেয়।
 
অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত, যেমন ৯৯৯ এর মত। অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন। এটি মামলা করার সময় আমাদের লোকেরা যে ঝামেলার সম্মুখীন হয় তা কমিয়ে দেবে।

পুলিশ প্রধান বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
 
প্রধান উপদেষ্টা পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনেরও নির্দেশ দেন। যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করবে, তারাও সহজেই কল সেন্টার থেকে সাহায্য নিতে পারবেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়