শিরোনাম
◈ মুড়ি বিক্রেতা থেকে ৭০০ কোটি টাকার মালিক, ‘সোনা চোরাচালানি’ আবু বিমানবন্দরে আটক ◈ বেড়েছে রফতানি আয় ◈ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার: প্রেস উইং ◈ অবৈধভাবে ইতালিযাত্রায় সাগরে ডুবে প্রাণ গেল মাদারীপুরের ১০ জনের ◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সেনা প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

সেনা প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

মাসুদ আলম : আইএসপিআর জানায়, মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল Paul Velentino PHIRI সোমবার  ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের  সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার'কে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তাঁর এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও মালাউই এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়