শিরোনাম
◈ মুড়ি বিক্রেতা থেকে ৭০০ কোটি টাকার মালিক, ‘সোনা চোরাচালানি’ আবু বিমানবন্দরে আটক ◈ বেড়েছে রফতানি আয় ◈ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার: প্রেস উইং ◈ অবৈধভাবে ইতালিযাত্রায় সাগরে ডুবে প্রাণ গেল মাদারীপুরের ১০ জনের ◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম জানিয়েছেন, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হওয়ার কথাও তিনি জানান। খবর: বণিক বার্তা।

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাত থেকে অবতরণ করতে পারেনি ছয়টি ফ্লাইট। পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় এসব ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম জানিয়েছেন, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হওয়ার কথাও তিনি জানান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম বলেছেন, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে গতকাল মধ্যরাতে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইমলাম বলেন, ১৬টি ফ্লাইটের মধ্যে ৯টি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়