মাসুদ আলম: আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের আরও পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- শরীফুল (২৫), শ্রী সাগর (৩৭), ।্ মো. ছাইদুল (৫৭), হৃদয় (২১) ও রেজাউল (২০)।
শনিবার বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার আদাবর থানা সূত্রে জানা যায়, আদাবরের সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় পাঁচ ঘন্টা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে আদাবর থানার একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে । কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আটজন সদস্যকে গ্রেফতার করেছিল আদাবর থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :