শিরোনাম
◈ প্রায় দেড় কোটি প্রবাসীর জন্য আসছে ‘অনলাইন ভোট’  ◈ পাকিস্তান এ’ দলের সামনে মেরুদ- সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল ◈ বিপিএলের টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ পাচ্ছে  ফ্র্যাঞ্চাইজিরা ◈ চ্যাম্পিয়নস ট্রফি বুধবার শুরু, ভারতের পতাকা নেই পাকিস্তানের স্টেডিয়ামে ◈ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যুবাদের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ  ◈ আর্জেন্টিনার স্বপ্নপূরণ হলো না, চিলিকে হারিয়ে শিরোপা নিলো ব্রাজিল ◈ ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান র‌্যাবের অভিযানে আটক ◈ আ.লীগের সাবেক সংসদ সদস্যদের গাড়ি নিলামে, দাম উঠল কত? ◈ হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার ◈ একদলীয় দীর্ঘ শাসন বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থাকেও গ্রাস করেছে: জাতিসংঘ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান (ভিডিও)

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। 

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা।  মোট কথা কোনও বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না। উৎস: বিডি-প্রতিদিন ও দেশটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়