মহসীন কবির: [২] পরিবার-পরিজন আর শিশু সন্তান নিয়ে, দূর দূরন্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন ঢাকা চিড়িয়াখানায়। দর্শনার্থীরা বলেন, নতুন নতুন প্রাণী আর চিড়িয়াখানার সৌন্দর্য্যবর্ণন দেখে মুগ্ধ তারা। তবে প্রবেশমূল্য ৫০ টাকা।
[৩] বুধবার বার (৪ মে) দুপুরের পর থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে চিড়িয়াখানা।
[৪] চিড়িয়াখানায় আসা কয়েকজন জানায় জানান, তাদের অনুভূতিটা ভিন্ন। সন্তানদের বণ্যপ্রাণী দেখাতে পেরে তারা খুশি।
[৫] চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাধারণত প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন। কিন্তু ছুটির দিনগুলোতে সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর ঈদের ছুটিতে ৮০ হাজার থেকে এক লাখ মানুষের সমাগম হয় জাতীয় চিড়িয়াখানায়। ৭১ ও যমুনা টিভি
আপনার মতামত লিখুন :