শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:২৫ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনলতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু: মহা-ব্যবস্থাপক

শাহীন খন্দকার: [২] পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঢাকা ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

[৩] বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে আগামী শুক্রবার (৬ মে)। মঙ্গলবার (৩ মে) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি।

[৪]রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরে আসার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫]এছাড়াও পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার (৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

[৬]রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আরো বলেন, আজ বুধবার সকাল ৮ টা থেকে বনলতা এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন,  নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। এ ছাড়া আগামীকাল থেকে অন্যান্য ট্রেনগুলো যথারীতি চলাচল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়