শিরোনাম
◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বাড়ল ৬ সংস্কার কমিশনের মেয়াদ

সরকার নির্বাচনব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

দ্বিতীয় দফায় এসব কমিশনের মেয়াদ বাড়িয়ে সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংস্কার কমিশনগুলো গঠনের পর ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে ভিন্ন ভিন্ন দিনে গঠিত কমিশনগুলোর কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় তাদের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। তবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন এখনো তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি।

প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রায় ১৫০টি সুপারিশ উল্লেখ করেছে। নতুন কিছু কাজ যোগ হওয়ায় কমিশনটির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে দেওয়া সুপারিশগুলো পুনর্মূল্যায়ন এবং পরিমার্জন করা হবে। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত নতুন আইন প্রণয়ন এবং অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য এই বাড়তি সময় প্রয়োজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ১৫ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর প্রধানেরা কাজ সম্পন্ন করতে এক মাস সময় চেয়েছেন। এজন্য প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর মেয়াদও বাড়ানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়