শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিজিবি

মাসুদ আলম : রোববার সকালে বিজিবির উদ্যোগে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে আর্থিক  সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে অতিরিক্ত মহাপরিচালক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা প্রদান করেছে।

সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াবার প্রতিশ্রতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। গত ৮ ডিসেম্বর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্তাবধানে সারাদেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়েছে। আজকের এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি কর্তৃক প্রতিশ্রত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়