শিরোনাম
◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিজিবি

মাসুদ আলম : রোববার সকালে বিজিবির উদ্যোগে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে আর্থিক  সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে অতিরিক্ত মহাপরিচালক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা প্রদান করেছে।

সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াবার প্রতিশ্রতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। গত ৮ ডিসেম্বর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্তাবধানে সারাদেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়েছে। আজকের এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি কর্তৃক প্রতিশ্রত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়