শিরোনাম
◈ পকেট অপশন: টেলিগ্রাম সিগন্যালের ফাঁদে পড়ে প্রতারণার শিকার অসংখ্য মানুষ ◈ পুলিশের পাঁচ ধাপে বলপ্রয়োগের সুপারিশ ◈ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন পর্যটক যাওয়া বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা ◈ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা ◈ অবশেষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংস্কার কমিশন

সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ

রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন। আর গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতি যুক্ত করার সুপারিশ করা হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে যে সংবিধান প্রণীত হয়েছিল, তাতে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি গৃহীত হয়েছিল।সেগুলো হলো- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।এখন এই চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখার প্রস্তাব করা হয়েছে। বাকি তিনটি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দিতে সুপারিশ করা হয়েছে।

সেই সঙ্গে যে চারটি নতুন মূলনীতি যুক্ত করার সুপারিশ করা হয়েছে, সেগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে এই পাঁচটি নীতি প্রস্তাব করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ (বুধবার) প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে।

এ সময় কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ তাদের প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের সুপারিশ করেছেন তারা। এ ছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর সুপারিশও করেছেন।

এখন সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়