শিরোনাম
◈ পকেট অপশন: টেলিগ্রাম সিগন্যালের ফাঁদে পড়ে প্রতারণার শিকার অসংখ্য মানুষ ◈ পুলিশের পাঁচ ধাপে বলপ্রয়োগের সুপারিশ ◈ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন পর্যটক যাওয়া বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা ◈ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা ◈ অবশেষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

শীতার্ত ও অসহায় ৭০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

মাসুদ আলম : বুধবার  সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা- এর উদ্যোগে রাজধানীর নবাবগঞ্জ পার্কে আশেপাশের এলাকায় বসবাসরত ৭০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর উপ-অধিনায়ক মেজর মোঃ ফেরদৌস ইসলাম, ঢাকা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এবং আইসিটি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ শাহজাহান উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব  বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ৭০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়