শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির সঙ্গে কথা বলা যৌক্তিক মনে করছি না: উপদেষ্টা মাহফুজ (ভিডিও)

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে পরামর্শ করা বা কথা বলার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও অন্যান্য দলের সঙ্গে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যেহেতু আমরা কোনো মিটিংয়ে তাদেরকে (জাতীয় পার্টি ) ডাকিনি, এ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করা বা কথা বলা আমরা প্রয়োজন বা যৌক্তিক মনে করছি না।

বাম দলগুলোর সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাম দলগুলোর ভেতরে অনেক দল (বামপন্থি সংগঠন) রয়েছে। কিন্তু যে সংগঠনগুলো গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। যারা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, গণঅভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। সবার সঙ্গে আলাদা করে কথা বলা সম্ভব না। তবে তাদের রিপ্রেজেন্টেশন যেন থাকে সেটা নিশ্চিত করব।

ঘোষণাপত্রটি কোন কোন রাজনৈতিক দল ও সংগঠনের কাছে পাঠানো হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যে খসড়া প্রণীত হয়েছে সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কারো সঙ্গে কথা না হলেও অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলেছি। যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন শিক্ষক সংগঠন, গণসংহতি (তাদের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি), গণঅধিকার, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন পক্ষের কাছে ৩/৪দিন আগে খসড়াটি পৌঁছানো হয়েছে। তাদের মন্তব্যও পাওয়া গেছে। তারা ঘোষণাপত্রের অধিকাংশের সঙ্গে একমত। কয়েকটির ব্যাপারে তাদের দ্বিমত রয়েছে। ওইসব বিষয়ে তারা পার্টির ইন্টারনাল ও এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে চাইছেন এবং নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছেন। আমরা মনে করি সর্বদলীয় একটি বৈঠকের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রণীত হলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয়, ঐক্যবদ্ধভাবে যদি এটি করা যায়, তাহলে জাতীয় ঐক্যও ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্রটি ফলপ্রসূ হবে।

কোন কোন ইস্যুতে দ্বিমত রয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডাররা কোন কোন বিষয়ে দ্বিমত করছেন তা নিয়ে এখনো তাদের এক্সপার্টদের সঙ্গে কথা বলেননি। ফলে তাদের দ্বিমতের জায়গাগুলো কোথায় সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। আলোচনা সাপেক্ষে সেগুলো জানা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়