শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: ডিবি প্রধান

মাসুদ আলম : ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 

মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও  বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

ডিবি প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার গভীর রাতে  খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২টা যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩ টা ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২টা ১০ মিনিটে  যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়