শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০১:৪৩ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএমপিভি ভাইরাস: শাহজালাল বিমানবন্দরে সতর্কতামূলক নির্দেশনা জারি

অন্যান্য দেশের পর বাংলাদেশেও শনাক্ত হয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাস। আর এই খবরের পর স্বাস্থ্য অধিদপ্তরের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করা হয়েছে।

গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ নির্দেশনা জারি করে। বেবিচক জানিয়েছে, সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ এয়ারলাইনসের ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রী বা কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া এয়ার লাইনসগুলোর জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এইচএমপিভি ছড়িয়েছে এমন দেশগুলো থেকে আসা ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে।

বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনার পাশাপাশি সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে বলা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে, সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব।

এ বিষয়ে জানাতে প্রয়োজনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে যোগাযোগ করা যাবে। মুঠোফোন নম্বর: ০১৭৯৯৪৩০০৩৩। অথবা কল সেন্টারে ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়