চলতি বছর হজ এজেন্সি প্রতি এক হাজার হজযাত্রী পাঠানোর নতুন নিয়ম করেছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনেক চেষ্টা সত্ত্বেও সৌদি সরকার নির্ধারিত নতুন নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না।
ধর্ম মন্ত্রণালয়কে দেওয়া এক পত্রে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওযান আর রাবিয়াহ হজ এজেন্সিগুলোকে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্ততি শেষ করার অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী সংখ্যা দুই হাজার থেকে কমিয়ে এক হাজার নির্ধারণ করা হয়েছে। কোন একক এজেন্সি এরচেয়ে কম যাত্রী নিতে পারবে না। তবে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে এক হাজার হজযাত্রী পাঠাতে পারবে। উৎস: দৈনিক আমারদেশ।
আপনার মতামত লিখুন :