শিরোনাম
◈ এপ্রিল জুড়েই তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস ◈ নিউইয়র্ক টাইমসের ইসলামিস্টদের উত্থান নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং ◈ ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০  ◈ তারিখ নিয়ে বিতর্ক: সৌদি আরব কি এক দিন আগেই ঈদ উদযাপন করেছে? ◈ এপ্রিলে যেসব শর্ত নিয়ে ঢাকায় আসছে আইএমএফ দল ◈ ট্রাম্পের নতুন শুল্ক: ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ◈ ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ ◈ যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে ◈ ঈ‌দের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখোরা ◈ ৩ লাখ মানুষ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে ভূমিকম্পে 

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০১:০১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক হলো বিপথে চলে যাওয়া: ড. ইউনূস

মনিরুল ইসলাম: আজ বুধবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘মানুষ মাত্রই উদ্যোক্তা। তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা। অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটাই তফাত।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই মেলা আমাদের সৃষ্টির সুড়সুড়ি দেয়। এই মেলা একটা সুযোগ দেয়। এক জনেরটা দেখে আরেকজনের মাথায় সুড়সুড়ি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি।’

এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

ইপিবি সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও।

এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

উল্লেখ্য, মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়