শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

যুগ্ম সচিব পদমর্যাদার আরও ১২ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের এই পদোন্নতি ২৪ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে।

এর আগে গত ২৫ অগাস্ট ১৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য মোজাফফর আহমেদ।

পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হাওলাদার রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক এ টি এম কামরুল ইসলাম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক মো. কামাল উদ্দীন বিশ্বাস।

রেলপথ মন্ত্রণালয়ের জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প পরিচালক শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুনও পদোন্নতি পেয়েছেন।

শেখ হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে রদবদল ও পদোন্নতির পাশাপাশি ‘বঞ্চিত’দের পদোন্নতি অব্যাহত রেখেছে।

সবশেষ গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘বঞ্চিত’ সাবেক ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুযোগ সুবিধাসহ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়