শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে: সিটিটিসি প্রধান 

মাসুদ আলম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম বলেন, মাদক, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও ছিনতাইসহ সমাজের সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।

সোমবার  বিকেলে হাতিঝিলের মধুবাগের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও হাতিরঝিল থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, পুলিশের মূল কাজ হলো থানায়। একজন সেবা প্রার্থী থানা থেকে তার কাঙ্খিত সেবা পেয়ে ফিরে এসে যদি বলেন আমি কাজটা সুন্দরভাবে করতে পেরেছি তাহলেই পুলিশের সফলতা। তখন থানা হবে জনবান্ধব।

সিটিটিসি প্রধান  বলেন, পুলিশের বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আচরণের পরিবর্তন। পুলিশের আচরণ পরিবর্তন হলে জনগণের ভালোবাসা অর্জন করা সহজ হবে। পুলিশের আচরন পরিবর্তন হয়েছে কিনা এটুকু জানার জন্য আপনাদের কাছে আসা। আপনারা পুলিশকে সেই পুলিশে রূপান্তরিত করবেন না, যে পুলিশ আপনারা চান না। 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও হাতিরঝিল থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সকলের সমন্বয়ে এমন মতবিনিময় সভার জন্য নাগরিকগণ পুলিশকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান করেন।

সভায় উপস্থিত হাতিরঝিল এলাকার নাগরিক আল আমিন খান বলেন, জুলাই আগস্টের আন্দোলন ছিল অধিকার আদায়ের আন্দোলন সুতরাং এই অধিকার আমাদের সকলেরই প্রাপ্য।  আমাদের জনগণের যেমন অধিকার আছে ঠিক একই ভাবে রাষ্ট্রের পুলিশ বাহিনীর অধিকার আছে।  বিগত সরকার তার নিজ রাজনৈতিক ফায়দার জন্য রাষ্ট্রের পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল।

যার ভয়াবহ দিকগুলো আমরা দেখছি। সুতরাং রাষ্ট্রের পুলিশ বাহিনীকে যদি জনগণের কল্যাণের জন্য আমরা ব্যবহার করতে চাই তাহলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে।  আমি মনে করি এখন যে পুলিশ সদস্যরা দায়িত্বে আছে তারা বিগত সরকারের বৈষম্যর শিকার। সুতরাং তারাতো আর অপরাধী না। তারা কেন ক্ষমা চাইবে ।  আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব বর্তমান পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা।  দেশকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে পুলিশকে আমাদের  সহযোগীতা করতে হবে। 

এছাড়া তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়