শিরোনাম
◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত ◈ কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা ◈ কালবৈশা‌খীর সঙ্গে ‌সিলেটে শিলাবৃষ্টি (ভিডিও) ◈ ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে ◈ আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে মধ্যরাতে আগুন, রাজনীতিবিদসহ নেটিজেনদের নানা প্রশ্ন, উত্তর নেই

মহসিন কবির: বাংলাদেশ সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত দপ্তর। রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ নথি তাকে এখানে। এই দপ্তরে মধ্যরাতে বন্ধের দিনে কেমনে আগুন লাগে। আগুন লাগলেও চারটা ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়লো কেমনে? এসব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। জন্ম দিয়েছে নানা প্রশ্নের। 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এটি নাশকতা, না-কি স্বাভাবিক অগ্নিকাণ্ড  এ নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।  এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’

অন্যদিকে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালানো হচ্ছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ।’

তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভুগাবে। হাসিনার (সাবেক প্রধানমন্ত্রী) ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে উদ্দেশ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবধান করার সময় আর নাই। সারজিস তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।

তিনি বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডকে ‘রহস্যজনক’ ও ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় নুরুল হক সচিবালয়ে প্রবেশ করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক বলেন, “পুরো ঘটনাটাই আশ্চর্যজনক এবং রহস্যজনক। গভীর রাতে এই আগুন যখন ধরল, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমাদের সিস্টেম কত দুর্বল। ফায়ার সিস্টেমও কত দুর্বল।

সচিবালয়ের আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভুতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।

বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে এই ঘটনায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ দাবি জানানো হযেছে। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়।

সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরই সচিবালয়ে আগুন লাগার ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (রুনেসা) আয়োজিত ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে এ আলোচনার আয়োজন করা হয়।

রিজভী আহমেদ বলেন, সরকারের এই সংস্কার যে কীরূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে, আমরা তা বলতে পারি না। কারণ, সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি, তাতে মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না।

মাজহারুল ইসলাম রনি নামে একজন ফেসবুকে লিখেছেন, সচিবালয়ে আগুন পুরোই নাশকতা! দেশের সচিবালয় যখন আগুনে পুড়ে তখন পতিত ফ্যাসিস্ট, তার সাঙ্গপাঙ্গরা হাসে! অদ্য মধ্যরাত আনুমানিক ১.৫০ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুন লাগা সচিবালয়ের এই ভবনের ১০টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

মাহফুজ খান নামে একজন ফেসবুকে লিখেছেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।

নুরুল আমিন নামে একজন ফেসবুকে লিখেছেন, সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া ফায়ার ফাইটার নয়নের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে? নয়ন কি তাহলে দেখে ফেলছিল কারা আগুন দিচ্ছিল? একই সাথে কয়েকটি জায়গায় আগুন কেমনে লাগলো? 

মইনুল ইসলাম আব্বাস নামে একজন ফেসবুকে লিখেছেন, আসলে বিষয়টি অনেক চিন্তার সচিবালয়ের মত এমন সুরক্ষিত একটা জায়গায় আগুন লাগলো কিভাবে এটা অত্যন্ত রহস্যজনক মনে হচ্ছে এখনো হাসিনা সরকারের লোক অন্য কোন দলের পরিচয়ে সচিবালয়ের কাজ করছে। 

আমান উদ্দিন আহাম্মেদ আমান নামে একজন ফেসবুকে লিখেছেন, সচিবালয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই করেছে খুনী হাসিনার গণহত্যাকারী দল আওয়ামীলীগের অনেক অপকর্মের মূল্যবান নথিপত্র। অন্তর্বর্তীকালীন সরকার সাবধান ! খুনী হাসিনার আগুনের তান্ডবে আওয়ামীলীগের অপকর্মের নথিপত্র উধাও হলে এর দায় আপনাদেরই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়