শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললো সেনাবাহিনী (ভিডিও)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেনা সদরের কর্নেল-স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

 কর্নেল ইন্তেখাব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। আমরা এবং বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছি। সম্পূর্ণ নির্মূল করা যাবে কি না জানি না, তবে এটা সহনশীল মাত্রায় রাখা সম্ভব।’
 
বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর মেয়াদ নিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে, সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি, আমরা কোনো চাপ অনুভব করছি না।’
 
রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব বলেন, ‘সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখছি না। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর রয়েছি।’
 
 সচিবালয়ে আগুনের ঘটনার বিস্তারিত পাননি জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘তবে কেপিআইর নিরাপত্তা আমাদের দায়িত্ব। এটা নিয়ে আগে থেকেই কাজ করছি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কি না এটা তদন্ত হলে বলা যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, তারা তাৎক্ষণিক সেখানে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।’
 
বান্দরবানের লামায় আগুনের ঘটনা জমিজমা সংক্রান্ত। এটা কারা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্নেল ইন্তেখাব।
 
চাঁদাবাজি নিয়ে তিনি বেলন, ‘এ নিয়ে ডিএমপির বাইরে আমাদের আলাদা কোনো তালিকা হয়নি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সেই তালিকার ভিত্তিতেই কাজ করছি।’ উৎস: সময়নিউজটিভি ও চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়