শিরোনাম

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেফতার

মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেফতার

মাসুদ আলম : রোববার আইএসপিআর জানায়, শনিবার রাতে রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ জন সহযোগীসহ গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প হতে তিন সেকশন সেনা সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ জন সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়