শিরোনাম

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে জনপ্রশাসন সচিবের কার্যালয়ে অবস্থান

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই অবস্থান নিয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রশাসন ক্যাডারের কয়েকশ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।

তাদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কক্ষে ঢুকেছেন। সেখানে তাদের দাবি-দাওয়া পেশ করবেন বলে জানা গেছে।

সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেতে কর্মকর্তাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ৭০ না পেলে পদোন্নতি পাবেন না। উপসচিব পদে নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।

ফলে বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়ার যে রেওয়াজ তা বাতিল হয়ে যাবে। এসব সুপারিশের কথা শুনেই প্রশাসন ক্যাডারের সব পর্যায়ে তোলপাড় শুরু হয়েছে। উৎস: দেশরুপান্তর। উৎস: দেশরুপান্তর ও দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়