মেট্রো রেলের যাত্রীদের সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ শনিবার রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘মেট্রো রেলের যাত্রীদের জন্য সুসংবাদ। আজ থেকে মেট্রো রেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি (একক যাত্রা) টিকিট বিক্রয় করা হচ্ছে।’
ফেসবুক পোস্টে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠানটি বলেছে, পাশাপাশি র্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জ করা হচ্ছে।
স্থায়ী কার্ড-এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে।
এ ছাড়া ডিএমটিসিএল পরিবারের পক্ষ থেকে সবার সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে গেল কয়েক দিন মেট্রো রেলে চলাচলের যাত্রী টিকিটের সংকট দেখা দেয়। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশন থেকে যাত্রীদের ফিরে যেতে হয়েছে।
সরবরাহ না থাকায় স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রিও বন্ধ ছিল। কালের কণ্ঠ।
আপনার মতামত লিখুন :