শিরোনাম
◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৩:২২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার

তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে দেড় শতাধিক নিহতের দাবি, যা জানালো রিউমর স্ক্যানার

সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ১৫০ থেকে ২০০ জন নিহত হওয়ার একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা ১৫০-২০০ নয় বরং, এই ঘটনায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে এ সংক্রান্ত দাবির একটি ভিডিও নজরে আসে রিউমর স্ক্যানারের। গত ১৮ এবং ১৯ ডিসেম্বরে  ফেসবুকের একাধিক অ্যাকাউন্টে (১, ২, ৩)। একই ক্যাপশনে এই ভিডিও পোস্ট করা হয়৷ ভিডিওতে এক ব্যক্তিকে লাশের সংখ্যা নিয়ে একই দাবি করতে দেখা গেলেও এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ উল্লেখ করেননি তিনি। পরবর্তী অনুসন্ধানে সংঘর্ষ হওয়া দুই গ্রুপের নেতৃবৃন্দের পক্ষ থেকেও উক্ত দাবি করার প্রমাণ মেলেনি।

এ বিষয়ে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে গত ১৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন  থেকে জানা যায়, তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাচ্চু মিয়া (৭০), তাইজুল ইসলাম (৬৫) এবং মো. বেলাল (৬০)। বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, বেলালের বাড়ি ঢাকার দক্ষিণ খান, আর তাইজুলের বাড়ি বগুড়া। তিনজনের মধ্যে তাইজুল ইসলাম সাদপন্থি বলে জানা গেছে। অপর দুইজন জুবায়েরপন্থি।

এছাড়া, দেশের মূলধারার অন্যান্য গণমাধ্যমেও চার জন নিহতের তথ্য পাওয়া যায়। সুতরাং, সম্প্রতি ইজতেমার মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে ১৫০-২০০ জন নিহত হয়েছে শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়