শিরোনাম
◈ ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি, সরকার চায় উভয়পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক।: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ডি-৮ সম্মেলনে যোগ দিতে  মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ ইজতেমা মাঠ ছাড়বেন সাদপন্থীরা, মাঠের দায়িত্ব নেবে সরকার ◈ বিমানযাত্রী বেশে বাড়ছে মাদক পরিবহন, সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ১ ◈ ইজতেমা ময়দানে সংঘর্ষ: উত্তরা ও তুরাগ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তাবলীগ জামাতের ২ গ্রুপের দ্বন্দ্বের আসল কারণ ‍নিয়ে যা জানাগেল.. ◈ ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন ◈ পাকিস্তান থেকে দ্বিগুণ কনটেইনার নিয়ে আবারও বাংলাদেশ আসছে সেই জাহাজ ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলীগ জামাতের ২ গ্রুপের দ্বন্দ্বের আসল কারণ ‍নিয়ে যা জানাগেল..

বিবিসি বাংলা: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গতকাল সঙ্গলবার রাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাবলীগ জামাতের ভেতরে এ দু'টি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই।   

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সাদ কান্ধলভী তাবলীগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন - যা নিয়ে মূলত তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। 

সাদ কান্ধলভীর মতে, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় - যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। তিনি আরও বলেন, মাদরাসাগুলোর শিক্ষকদের মাদরাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত - যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে।

এছাড়া অভিযোগ উঠেছে সাদ কান্ধলভী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নবী-রাসুল ও নবুয়্যত এবং মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন। যার জন্য দেওবন্দসহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে বলেছেন।

মাওলানা জুবায়েরপন্থীরা বলছেন, সাদ কান্ধলভী যা বলছেন - তা তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য কান্ধলভীর কথাবার্তা আহলে সুন্নাত ওয়া'ল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে।

কান্ধলভীর সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে।

ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলীগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে। ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়।

এর পর ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর উপস্থিতিতে তাবলীগ জামাতের একাংশের এক সম্মেলন হয় । এতে সাদ কান্দালভীকে বাংলাদেশে নিষিদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মাওলানা সাদ কান্ধলভী ভারতীয় আলেম। তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ (রহ.) এর নাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়