শিরোনাম
◈ প্রিয়াঙ্কা গান্ধীর নতুন বার্তা ‘বাংলাদেশ’ ইস্যুতে ◈ স্কুল থেকে ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে, এটা ঠেকাতে হবে: শিক্ষাসচিব সিদ্দিক জোবায়ের ◈ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক ◈ ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকা নিয়ে কী বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা: প্রিজন ভ্যান থেকে পলক (ভিডিও) ◈ ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চান অপরাধ ট্রাইব্যুনাল ◈ আমরা সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: সিইসি নাসির উদ্দিন ◈ সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করবে কমিশন ◈ মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করবে কমিশন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি সংগৃহীত

মাসুদ আলম :সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

সরকারি চাকরি, পাসপোর্ট ইত্যাদিতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে কমিশন প্রধান বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।’

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কমিশন আছে। তাদের দৃষ্টিভঙ্গি কী জানি না। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হল এটা।’

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমার কাছে একটা জিনিস মনে হয়- খারাপ লোক যখন দেশে আসে, তারে ঢুকতে না দেওয়ার কারণ কী? বরং সে ভেতরে আসলে আমার সুবিধা হল, তাকে শাস্তি দেওয়া যাবে। যদি কেউ চলে যেতে চায় চলে গেল, অসুবিধা কী? বিমানবন্দরে এগুলো করা হয়, আমি মনে করে এটা সময়ের অপচয় এবং অপ্রয়োজনীয়। কে করে এটা, এই যে অদৃশ্য শক্তি- আমার ব্যক্তিগত অভিমত যেগুলো হওয়া উচিত না।’

এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়া বিষয়ে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনও পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনও ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে। তবে এখনো তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না।’

মতবিনিময় সভায় জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মো. মোখলেস উর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়