শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

মাসুদ আলম : সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোকসজ্জা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।

১৬ ডিসেম্বর সকাল ৯টা  কর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় অধিদপ্তরের পরিচালকবৃন্দ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১ টা থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স বনাম ঢাকা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা বিভাগ জয় লাভ করে। দেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনে সকল সদস্যের জন্য বড়খানার আয়োজন করা হয়। জোহর নামাজ শেষে ফায়ার সার্ভিসের সকল মসজিদে দোয়া আয়োজনের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি সমাপ্ত হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনসমূহে আলোকসজ্জা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিনিরাপত্তার জন্য গাড়ি-পাম্প ও জনবল মোতায়েন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়