শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলীগের দুই পন্থীদের বিরোধ চরমে, পাল্টাপাল্টি মামলা

তাবলীগের দুই পন্থীদের বিরোধ চরমে, পাল্টাপাল্টি মামলা

মহসিন কবির: আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি অবস্থানে গিয়েছে দুই পন্থী। মামলাও দায়ের করেছে তারা। 

আগামী ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ পন্থীরা ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমা করতে চায়। আর সরকারি অনুমোতি না থাকায় শুরায়ে নেজামে (জুবায়ের পন্থীরা) সাদ পন্থীদের জোড় ইজতেমার বিরোধীতা করে আসছে।

জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে এবার সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে রোববার (১৫৫ ডিসেম্বর) টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মোহাম্মদ হোসেন নামে এক সাথী।

সোমবার (১৬ ডিসেম্বর) শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।

মামলার বিবরণে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনরত শুরায়ী নেজামের তত্ত্বাবধানে তাবলীগের সাথী ও তাওহীদী ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে তাদের চলমান নোহা গাড়ি অত্যন্ত দ্রুততার সাথে গাড়িচাপা দিয়ে হত্যার অপচেষ্টা করে সাথীদের উপর গাড়ি তুলে দেয়। এতে সাঈদ আহমদকে (২০) গাড়ির নীচে চাপা দিতে চাইলে সে দ্রুত সরে পড়ার সময় গাড়ির সামনের ধারালো স্টিলের আঘাতে মারাত্মক জখম হয়। ওই গাড়ির প্রচণ্ড ধাক্কায় অপর একজন প্রায় ০৫/০৭ হাত দূরে ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হন। আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৪/৫০৬/৩৪ ধারায় অপরাধ করেছেন।

শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রমকালে হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত হন। এ ঘটনায় সাদপন্থি মো. শিহাব উদ্দিন বাদী হয়ে গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে জুবায়েরপন্থি ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৪০জনের নামে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে ৩ ডিসেম্বর মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ দেশের শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী। মামলার অপর বিবাদীরা হলেন- ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়