শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে শক্তিশালী মামলা! ◈ ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে উদ্যোগ, রাজাকারের তালিকায় ‘না’ ◈ বিজয় দিবসে ভবিষ্যত বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত ◈ বাংলাদেশ ‘ইন্টারনেট ট্রানজিট’ না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে? ◈ ফের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি মোদীর, নিলেন না বাংলাদেশের নাম ◈ ব্যাঙের ছাতার মতো চারপাশে ম্যাসাজ পার্লার, ভুল ম্যাসেজে বিপদ মারাত্মক! পরামর্শ বিশেষজ্ঞর ◈ যৌক্তিক সময়ে নির্বাচন চায় জনগন: মির্জা আব্বাস  ◈ বাংলাদেশের সঙ্গে চলমান টানাপোড়েন অবসানের আশা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর ◈ নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপির শ্রদ্ধা

মাসুদ আলম : মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি  বাহারুল আলম।

সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয়। তখন বিউগল বেজে উঠে।

প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এ সময় আইজিপি বাহারুল আলম, বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান,  অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ আলমগীর আলম উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়