শিরোনাম
◈ এবার সারদায় ৪০তম বিসিএস এর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ ◈ আগামী এক-দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা : নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বাসায় ফিরেছেন মির্জা ফখরুল, যা বললেন ডা. জাহিদ হোসেন ◈ নাশকতার অভিযোগে আ. লীগ নেতাসহ আটক ৮ ◈ মোদির পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ নজরুল   ◈ যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে শক্তিশালী মামলা! ◈ ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে উদ্যোগ, রাজাকারের তালিকায় ‘না’ ◈ বিজয় দিবসে ভবিষ্যত বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত ◈ বাংলাদেশ ‘ইন্টারনেট ট্রানজিট’ না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে?

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার নেতৃত্বে হবে 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন'

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মনিরুল ইসলাম: জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ। নতুন সদস্যের প্রয়োজন অনুভূত হলে এই কমিশন নতুন সদস্য নিতে পারবে। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা।জানালেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান।

তিনি বলেন, যেকোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। এ ঐকমত্যে পৌঁছাতে গেলে প্রক্রিয়া কী হবে, অন্তর্বর্তী সরকার সেভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। আমরা একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবো। কমিশনে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ।

ড. ইউনূস জানান, প্রধান ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে আগামী মাস থেকেই এ কমিশন কাজ শুরু করতে পারবে বলে আশা করছি। এ কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বিষয় জরুরি সেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা এবং কখন নির্বাচন অনুষ্ঠান করা যায় সে বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়