শিরোনাম
◈ ডিম-মুরগির উৎপাদন জানুয়ারি থেকে বন্ধ রাখা নিয়ে যা জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন ◈ গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, মরদেহ ফেলা হয় নদীতে : তদন্ত কমিশন প্রতিবেদন ◈ চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই এসেছে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স ◈ মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত ◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ ◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার

৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার

মাসুদ আলম : শনিবার ভোররাত সাড়ে তিনটায় মেঘনা নদীর ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ঘন কুয়াশায় ভুল পথে প্রায় দুই কিমি চলে যায়। এরপর  নুর আলম নামে একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট।  কলার জানান ঘন কুয়াশায় সঠিক পথ নির্ণয় করা তাদের জন্য দুরুহ ব্যাপার। তিনি আরও জানান ফেরিতে অ্যাম্বুল্যান্সে রোগী, বরযাত্রীবাহী গাড়িসহ প্রায় দুইশ যাত্রী আছেন। এ অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল তৌহিদুল ইসলাম এবং কলার ও উদ্ধার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মানান।  

৯৯৯ থেকে সংবাদ পেয়ে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপদের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়।  

অবশেষে যৌথ উদ্ধার প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে আড়াইহাজার বিষনন্দী ফেরঘাটে পৌঁছে দেওয়া হয়। ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়