শিরোনাম
◈ ভারতে ‘বুলডোজার বিচার,’ শত সহস্র মুসলমান ঘর-বাড়িহারা ◈ বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল : রামোস-হোর্তা ◈ বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই ◈ গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৬ ◈ (১৫ ডিসেম্বর) ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ◈ পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট  ◈ সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ ৬ বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে স্বশরীরে যোগ দিচ্ছেন খালেদা জিয়া ◈ ৫ দাবীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান, বেকায়দায় সচিব ◈ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না : রিজভী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মীদের বিক্ষোভ, কার্যালয়ে অবরুদ্ধ ডিজি

মাসুদ আলম : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় বিক্ষুব্ধ কর্মীরা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন। এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

একাধিক সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে হঠাৎ এভাবে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অধিদপ্তরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়