শিরোনাম
◈ শেষ হচ্ছে ২০২৪ঃ রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অনিশ্চিত পথে বাংলাদেশ ◈ আশা করি, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে : মির্জা ফখরুল  ◈ রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, কোনোভাবেই নষ্ট না করি: আসিফ নজরুল ◈ স্বপনের স্বপ্ন, আবার ফেডারেশনের প্রেসিডেন্ট হলে রাগবী খেলাকে বিশ্বকাপে নিয়ে যাবেন ◈ ইলন মাস্ককে টপকে বিশ্বের ধনী পরিবার যুক্তরাষ্ট্রের ওয়ালটন ◈ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ◈ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান, ভারত ও পাকিস্তান চুক্তিতে পৌঁছেছে ◈ রমনায় র‍্যাব পরিচয়ে ডাকাতি: সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার ◈ ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট থাকবে! ◈ ‘আ’লীগ ফিরবে’ বলায় অভিযুক্ত ইউএনও প্রত্যাহার নয়, ‘পদোন্নতি দিয়ে’ বদলি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গত বছর বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি: মার্কিন প্রতিবেদন

এল আর বাদল: ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি। যদিও রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও রয়েছে বিচারবহির্ভূত হত্যাকা- পরিচালনার অভিযোগ। ২০২৩ সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। এছাড়া গত বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে। বিশেষ করে আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল-ইসলাম নামেও পরিচিত) এবং আইএসআইএস সংশ্লিষ্ট নব্য জামাতের সদস্যদের আটক করেছে। মার্কিন-প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে মাসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হয়। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন। 

এছাড়া প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে। যা অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে করা হলেও, মূলত বেসরকারি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা চর্চাকে এর দ্বারা হয়রানি এবং গ্রেপ্তার করার অনুমতি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়