শিরোনাম
◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী? ◈ পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল ◈ আজ থেকে শুরু হজ ফ্লাইট, সৌদি যাচ্ছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি মুসল্লি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম

অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ভিসার সাক্ষাৎকার বাতিল এড়াতে সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুকে দেয়া এক বার্তায় নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে যদি ভিসা আবেদনকারীদের বৈধ ডিএস-১৬০ অনভিবাসী ভিসা আবেদনপত্র না থাকে, তাহলে আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে। এছাড়া আবেদনকারী বা তার এজেন্ট যদি সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিএস-১৬০ ফর্ম আপডেট করেন, সেক্ষেত্রেও আবেদনকারীর নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে।

অনভিবাসী ভিসার সাক্ষাৎকার বাতিল হওয়া এড়াতে তিনটি পরামর্শ দিয়েছে দূতাবাস– 

১. আপনার ডিএস-১৬০ অনলাইন আবেদন ফর্ম সাক্ষাৎকারের এক বছর থেকে এক সপ্তাহের মধ্যে জমা দিন। 

২. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিএস-১৬০ ফর্ম আপডেট করবেন না। 

৩. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের কম সময়ের মধ্যে আপনার অনলাইন প্রোফাইল আপডেট করবেন না।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য www.ustraveldocs.com/bd/en এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়