শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও মন্ত্রী-এমপি হওয়ার ইচ্ছা রয়েছে? ‘তোমরা যে দল চাও’ বললেন শাহজাহান ওমর (ভিডিও)

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জামিন না হওয়ার পর ঝালকাঠির আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের নৌকায় এমপি হওয়া ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, এই দিন দিন না আরও দিন আছে।

এজলাস থেকে নেয়ার পথে সাংবাদিকরা তার ছবি তোলেন। এসময় শাহজাহান ওমর বলেন, ‘এত ছবি নে ক্যান (তোলো কেন)। এসময় এক সাংবাদিক বলেন, ‘আপনাকে দেখতে ভালো লাগে তো এই জন্য। এ কথার পর শাহজাহান ওমর বলেন, ‘আরও ভাল লাগবে, এই দিন দিন না আরও দিন আছে।’

কোন দল থেকে আবারও মন্ত্রী-এমপি হওয়ার ইচ্ছা রয়েছে? সাংবাদিকের এমন আরেক প্রশ্নে ওমর বলেন, ‘তোমরা যে দল চাও, জনগণ যে দল চায়। শাহজাহান ওমর এসময় আরও বলেন, ‘বিএনপি অফিস পোড়ানোর দ্বিতীয় যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, তা আমার মালিকানাধীন ব্যক্তিগত অফিস। ঘটনার সময় আমি ঝালকাঠিতে উপস্থিত ছিলাম না তা নির্বাচন কমিশনে রেকর্ড রয়েছে।’

শাহজাহান ওমরের আইনজীবী মু. নাসির উদ্দিন কবীর জানান, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাঙচুরের অভিযোগে এনে রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করেন চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিস্ফোরণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর তার বিরুদ্ধে প্রথমে মামলা হয় জেলার কাঁঠালিয়া উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে। সে মামলায় ওই দিন তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান। দুই মামলাতেই তার জামিন চাইলে ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ১ম আদালত এর বিচারক মিরাজুল ইসলাম রাসেল ওমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়