শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভারতের সাথে বাংলাদেশের গত ১৫ বছরের সকল চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল (ভিডিও)

মনিরুল ইসলাম :আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর রামপালসহ অন্যান্য চুক্তি বাতিল করার দাবি জানানো হয়েছে। তিনি বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি ভারতকে বাংলাদেশের প্রতি সৎ এবং মর্যাদাশীল প্রতিবেশী হিসেবে আচরণ করার আহ্বানও জানান।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং যোগাযোগ ও আইনি দক্ষতা বাড়ানোর কথাও বলা হয়েছে। এছাড়া গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি বলেছেন, দেশের স্বার্থে সবাই একত্র হয়ে ভারতের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে লড়াই করবে।

ড. আসিফ নজরুল আরও জানান, প্রস্তাব এসেছে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ভারতের অপপ্রচার মোকাবিলা করতে পারে এবং এই জন্য রাজনৈতিক কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠন করা যেতে পারে। তিনি বলেন, মত-পথ বা আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে সবাই এক।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠক থেকে ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলা, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ার প্রস্তাবও এসেছে বৈঠকে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়