মাসুদ আলম :বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতার বিষয়ে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম বলেছেন, ইউকের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির শঙ্কা করা হয়েছে। তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলার সময় এ তথ্য জানান।
এ সময় আইজিপি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল এলার্ট দিয়েছে ইউকের সরকার। তাদের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশংকা করা হয়। তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে।’
মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। এছাড়া পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার।’
আইজিপি বলেন, দুই লাখ ১৩ হাজার পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যিই কঠিন। তবে এটা করবোই। এটা করতে হবে পুলিশ বাহিনীর জন্য করতে হবে।
সরাসরি হত্যার সাথে জড়িত কোনো অপরাধীদের পালাতে যদি বর্তমান পুলিশের কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি করেন আইজিপি।
এদিকে মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব মামলা তদন্তে অভিজ্ঞ সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে দেশে ৮টি মেন্টরিং টিমও করা হয়েছে।’