প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে এটি প্রথম বৈঠক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর (৮ আগস্ট) শপথ নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর দুই দিন পর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আপনার মতামত লিখুন :