মনিরুল ইসলাম : ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রচার ও মিশনে হামলার পর জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
প্রেস সচিব আরও জানান, সন্ধ্যায়ও ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈষম্যবিরোধী ও আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন ছাত্র নেতারা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।
তিনি বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।
আমরা বিশ্বের নামকরা অনেক মিডিয়ার সাথে কথা বলেছি। কিন্তু ভারতীয় মিডিয়া আগে থেকে ঠিক করে রাখা প্রতিবেদন প্রচার করছে।
প্রেস সচিব বলেন, আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।
তবে এসব গুজব ও মিথ্যা তথ্য কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব।
আপনার মতামত লিখুন :