শিরোনাম
◈ ট্রেনে ছিনতাই: ওমরাহ ভিসা থাকায় সেই মা-ছেলের পাসপোর্ট ফিরিয়ে দিল ◈ এক্সপ্রেসওয়েতে তরুণীর লাশ: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ◈ আ. লীগের 'আমলনামা' তুলে ধরে যা বললেন সারজিস ◈ বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা  ◈ 'আপনার পরিবারে মুক্তিযোদ্ধা কে?' উত্তরে যা বললেন দীপ্তি (ভিডিও) ◈ সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্যপদে নিয়োগের নির্দেশ ◈ পাকিস্তানি এক নারী নিজেকে ‘ট্রাম্পের মেয়ে’ বলে দাবি!(ভিডিও) ◈ ফের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৯ কর্মকর্তাকে ◈ তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? : সোহেল তাজ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনগামী যাত্রীদের তল্লাশি

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুকক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে পর্যটকবাহী জাহাজটি কঠোর নজরদারিতে রেখেছে পরিবেশ অধিদপ্তর।

এ জাহাজের যাত্রীরা যাতে কোনোভাবে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক পরিবহন করতে না পারে, তার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘাটে অবস্থান নিয়েছে। পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিকের কোনো পণ্য রয়েছে কিনা তল্লাশি করছে তারা। যাদের কাছে পলিথিন পাওয়া যাচ্ছে, তা ফেলে দিয়ে বিকল্প হিসেবে তাদেরকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমানোর লক্ষ্যে ১০টি টিম গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ মনিটরিং, স্ক্যানিং ও যাবতীয় অন্যান্য দ্বায়িত্ব পালন করবে। পরিবেশ অধিদপ্তরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে এ ১০টি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সঙ্গে রয়েছেন।”
সুত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়