ডেস্ক রিপোর্ট : কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুকক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে পর্যটকবাহী জাহাজটি কঠোর নজরদারিতে রেখেছে পরিবেশ অধিদপ্তর।
এ জাহাজের যাত্রীরা যাতে কোনোভাবে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক পরিবহন করতে না পারে, তার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘাটে অবস্থান নিয়েছে। পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিকের কোনো পণ্য রয়েছে কিনা তল্লাশি করছে তারা। যাদের কাছে পলিথিন পাওয়া যাচ্ছে, তা ফেলে দিয়ে বিকল্প হিসেবে তাদেরকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমানোর লক্ষ্যে ১০টি টিম গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ মনিটরিং, স্ক্যানিং ও যাবতীয় অন্যান্য দ্বায়িত্ব পালন করবে। পরিবেশ অধিদপ্তরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে এ ১০টি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সঙ্গে রয়েছেন।”
সুত্র : ঢাকা ট্রিবিউন
আপনার মতামত লিখুন :