শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২, ০১:০৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের জেট ফুয়েলের দাম বাড়ল ১৯ টাকা

মহসীন কবির: উড়োজাহাজের জ্বালানির দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এবার প্রতি লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১ লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৩০ টাকা। সময় টিভি

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি মাসের ৯ জুলাই থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বর্তমানে এ দরেই বিক্রি হচ্ছে উড়োজাহাজের জ্বালানি।

সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে হয় ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার।
 

পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

এ ব্যাপারে বিপিসি জানিয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১৩০ টাকা।

গত দু'বছরে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ফ্লাইট খরচের ওপরে। জেট ফুয়েলের দাম বাড়ায় বেড়ে গেছে এয়ারলাইনসের খরচ, টিকেট ভাড়া ও যাতায়াত ব্যয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়