শিরোনাম
◈ খুলে দেয়া হয়েছে ভারত গেট, কী সুবিধা মিলছে ◈ আয়নাঘরের নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা সেগুলো বলতে চায় না: উপদেষ্টা নাহিদ ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা ◈ চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ ◈ দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার ◈ হজ নিবন্ধনের সময় বাড়ল ◈ জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপাল আ.লীগ নেতা ◈ চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা: সিএমপি দক্ষিণের ডিসির পর কোতোয়ালির ওসিকে বদলি ◈ আমি বলেছিলাম টাকা ছাপাব না, কিন্তু এখন সাময়িকভাবে সরে এসেছি : আহসান এইচ মনসুর ◈ চিকিৎসার জন্য ভারতে না গিয়ে পাকিস্তান যান, বাংলাদেশিদের উদ্দেশ্য করে বিজেপি নেতা শুভেন্দু

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ কনসাল জেনারেলকে ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছে দুবাই ইমিগ্রেশন

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানানো হয়েছে। দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ারস (জিডিআরএফএ)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে এক বৈঠকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এ অনুরোধ জানান।

বুধবার (২৭ নভেম্বর) জিডিআরএফএ’র সদর দপ্তরে সাক্ষাৎ করে ডিরেক্টর জেনারেলের সঙ্গে বৈঠক করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

ডিরেক্টর জেনারেল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাইয়ে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী ও কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় দুবাই ও অন্যান্য আমিরাতসমূহের অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী বাংলাদেশিদের প্রশংসা করেন।

বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল মারী কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশেনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং ও জিডিআরএফএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়